সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের দারিয়ালা আনসার ভিডিপি ক্লাবের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উকশা বিলে আয়োজিত ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় গোপালগঞ্জ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, মনিরামপুর, কেশবপুর, কয়রা, শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ৩২ টি ঘোড়া অংশগ্রহণ করে।
দারিয়ালা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মো. ইয়াদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ফিরোজ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন প্রমুখ।
ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত ৩২টি ঘোড়ার মধ্য থেকে প্রথম স্থান অর্জনকারীকে (টাইগার) পুরস্কার ১২০০০ টাকা, দ্বিতীয় (বাহাদুর) পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে (সোনার হরিণ) পুরস্কার ৮ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারীকে (পাখি) ৬ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী ঘোড়াকে (তুফান) ৪০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।
বার্তা বাজার/জে আই