নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে মো. আজাহার আলী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার ধামইরহাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৫৩টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল।
তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া প্রতিকের প্রার্থী মো. ওসমান আলী ও কাপ পিরিচ প্রতিকের প্রার্থী আনম আফজাল হোসেন। তিনি টানা দ্বিতীয় বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদের নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. মাজেদুল ইসলাম মাজেদ। তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোসা. আনজুয়ারা বেগম। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা।