নওগাঁর ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩জন সদস্যকে আটক করেছে র‌্যাব। এলাকার যুব সমাজ রক্ষার্থে এমন উদ্যোগ কে সাধুবাধ এবং পাশাপাশি পর্নোগ্রাফি (অশ্লিল) সাইটগুলো বন্ধ করতে সরকারের নিকট দাবি জানান সচেতন মহল। গত শনিবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আাসামিরা হলো- পাশর্^বতি আওয়াল দিঘী এলাকার রায়হান কবীরের ছেলে মো. মাসুদ রানা(২৮), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আতোয়ার হোসেন(৩৮) এবং উত্তর কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (৩০)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- উপজেলার আগ্রাদিগুন বাজারে তাদের দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। পরবর্তীতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ওই বাজারস্থ পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারীদের নিজ দোকানে অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি ব্যবসায়ীদেরকে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে হস্তান্তর করা হয়েছে।