বগুড়ায় এক ভিন্ন ধরনের বই বিক্রির উৎসবের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সকল কবিদের বই বিক্রির প্লাটফর্ম হিসেবে বই কিনি পর্ষদের এই আয়োজন। ‘বই কিনি উৎসব ২০২৪ ‘শিরোনামের মধ্যে দিয়ে বই বিক্রি শুরু হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবিরা বলেন, এমন উৎসব বাংলাদেশ প্রথম মনে হচ্ছে এর আগে কখনো এভাবে বই কিনি উৎসবের আয়োজন হয়নি। হাতে হাতে বই বিক্রি করে অনেকেই আবেগে আপ্লূত হয়েছে। এমন ধারা যুগ যুগ ধরে বহমান থাকুক।

বই কিনি উৎসব পর্ষদের চেয়ারপার্সন মাহফুল আকতার জাহান বলেন, আমরা কবিদের মূল্যায়ন করতে চাই। আমাদের মাধ্যমে সকল কবির বই বিক্রি হোক। এতে কবিদের উপকার হবে যেমন তেমনি পাঠকরা সহজেই এমন আয়োজন থেকে বই কিনতে পারবেন। এমন আয়োজনে এত সাড়া পাব যা কল্পনাও করিনি। আমরা এবারই এমন আয়োজন করতে পেরে আনন্দিত। আগামীতে খোলা মাঠে বড় পরিষরে করার চেষ্টা করবো।

উক্ত অনুষ্ঠানে বই কিনি উৎসব পর্ষদের চেয়ারপার্সন মাহফুল আকতার জাহানের আয়োজনে উপস্থিত ছিলেন কবি শোয়েব শাহরিয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, কবি মাহমুদ হাসান পিন্টু, কবি জয়ন্ত দেব, কবি এম রহমান সাগর, কবি এইচ আলিম, কবি সিকতা কাজল, কবি রাব্বানী সরকার, কবি প্রতত সিদ্দিক, কবি সাফওয়ান আমিন, কবি নিখিল নওশাদ, কবি প্রান্তিক অরণ্য, কবি শুভ্রা শাহা, কবি কাকলি কবি ফাতেমাসহ অনেক কবি উপস্থিত ছিলেন।