ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় আশুগঞ্জের চরচারতলা উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন হাফেজ মাওলানা শায়েখ আতউর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন চরচারতলা উত্তর পাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মুফিজুল, সদস্যবাবুল সরদার, হাজী জালাল, গাউছ, মালিমোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন। নামাজ আদায়ের পর খুতবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবার আশুগঞ্জ উপজেলায় ৭৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ চরচারতলা উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন ঈদ গাহ মাঠে ২০১৬ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
আলহাজ্ব শফিকুর রহমান বলেন,

এদিকে প্রশাসনের পক্ষ থেকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে ও মুসল্লিদের নিরাপত্তায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।