জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২ হাজার ৪০৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ১ হাজার ৪২৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
ইসির পাশাপাশি এর সঙ্গে সম্পৃক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের জন্যও বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বার্তা বাজার/জে আই