পটুয়াখালীতে হতদ‌রিদ্র গরীব অসহায় রোজাদারদের মাঝে ইফতার সাম‌গ্রি বিতরণ করেছে জাতীয় পা‌র্টি ও জেলা আওয়ামীলীগ। সোমবার (১লা এপ্রিল) বিকাল সাড়ে পাচঁটায় শহরের কলাতলা বাজার এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস‌্য ও জাতীয় পা‌র্টির কো চেয়ারম‌্যান আলহাজ্ব এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদা‌র প্রধান অ‌তি‌থি হিসাবে এ ইফতার সাম‌গ্রি বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সহসভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমেদ মৃধা, দপ্তর সম্পাদক এ্যাড. হারুন আর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব সবির গাজী, জেলা জাতীয় পা‌র্টির ভারপ্রাপ্ত সভাপ‌তি মোঃ জাফর উল্লাহ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদারসহ জেলা আওয়ামামীলীগ ও জাতীয় পা‌র্টির অন‌্যান‌্য নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছিলেন।
এ সময় প্রায় পাঁচ শতা‌ধিক রোজাদারদের মাঝে ইফতার সাম‌গ্রি বিতরণ করা হয়।