কেরানীগঞ্জের তেগরিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে এক মাসের সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় মাটি কাটার কাজে ব্যবহার করা তিনটি ট্রাক ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকার বাবুল হোসেনের ছেলে মো. আতিক (১৯), সজীর উদ্দিনের ছেলে মোতাহার (৫৫) ও আব্দুল্লাপুর করেরগাও এলাকার মো. মকবুল হোসেনের ছেলে শামীম হোসেন (২৯)।

দীর্ঘদিন ধরে চক্রটি এই এলাকার কৃষি জমি কেটে ইট ভাটায় বিক্রি করছিলো। খবর পেয়ে সোমবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে অভিযান চালায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন, রাজস্ব সার্কেল দক্ষিণ এর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অনেকে। কিন্তু আটক হন তিনজন। পরে তাদের এক মাস করে সাজা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ জানান, এভাবে মাটি কাটা আইনের লংঘন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।