‘‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হকের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শাহ আলম। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত সেন গুপ্ত, বিএডিসির উপ—সহকারী প্রকৌশলী কাউছার আল মামুন, সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেন, সেলিমগীর হোসেন। এছাড়াও ফায়ার ফাইটার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের মহড়া প্রদর্শন করা হয়। মহড়া প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের শুরুতে সাহসী ভূমিকায় ফায়ার এক্সটিংগুইসার ও ভেজা কাপড় বা ভেজা পাটের বস্তা ব্যবহারের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে উৎসাহিত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।