চট্টগ্রামের কর্ণফুলী থানার ব্রীজঘাট এলাকায় মাংসের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়ায় দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রাহকদের ভোগান্তি কমাতে কর্ণফুলী থানা এলাকায় মাংসের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে মূল্য তালিকা না থাকা, ওজনে গরমিল, ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রয় করার অপরাধে মোঃ জাবেদ ও মোঃ মোস্তফা নামের দুই মাংস বিক্রেতাকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার নিশ্চিত করতে কর্ণফুলীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আরও অংশ নেন বিএসটিআই কর্মকর্তক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী সজীব চৌধুরী ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা।