চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারের সময় পৃথক অভিযানে মোট ৭১৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে এনএসআই। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানান শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার।

তিনি বলেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশির মাধ্যমে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এয়ার এরাবিয়ার G9-523 ফ্লাইটে শারজাহ থেকে বিকাল ৩টা ৫০ মিনিটে চট্টগ্রামে আগত বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ আতিকুল্লার লাগেজ চেক করে তার সঙ্গে আনা কাঠ জোড়া লাগানোর মেশিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণ পিণ্ড (২২৩গ্রাম) জব্দ করে। যার বাজার মূল্য ১৯ লাখ ১৪ হাজার ২৩২ টাকা।

এর আগে সকালে ফ্লাই দুবাই এয়ারলাইনসের FZ-563 ফ্লাইটে চট্টগ্রামে আসা যাত্রী চকরিয়ার আব্দুর রহিমের হাতব্যাগ ও ব্যাগেজে জুসার মেশিন ও ব্যায়ামের যন্ত্রাংশের ভেতরে ৪৯৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে ৩৯৩ গ্রাম পাত ও দণ্ডাকৃতির নিখাদ স্বর্ণ (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) ছিল। এসব স্বর্ণের বাজার মূল্য ৪২ লাখ ৮৭ হাজার ২৭০ টাকা।