দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেলেন চট্টগ্রাম-১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু। এর আগে গত ১৫ ফেব্রুয়ারী গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালতের বিচারক সালাহ উদ্দিন তাকে স্থায়ী জামিনে দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ এ ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এই মামলাটি দায়ের করেছিলেন। মামলায় আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের আগে নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করার অভিযোগ আনা হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করেন জেলা পিপি এড. ইফতেখার সাইমুল চৌধুরী ‘বার্তা বাজার’কে বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হওয়ার পরে সমন জারি করেন আদালত। সমনটি ফেরত আসার পরে গ্রেফতার পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ জামিন আবেদনর প্রেক্ষিতে আদালত জামিন মঞ্জুর করে তাকে স্থায়ী জামিনে মুক্তি দেন।
জামিন পাওয়ার পর এমপি মহিউদ্দীন বাচ্চু সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামলাটি ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করেন।