মালয়েশিয়ার ফেডারেল আদালত ১০ বছর আগে ৫০,০০০ রিংগিত মুক্তিপণের জন্য তিন বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করার অপরাধে এক স্থানীয় নাগরিককে যাবজ্জীবন কারাদন্ডের সাজা কমিয়ে ৩০ বছরের কারাদন্ড দিয়েছে।

কোর্ট অফ আপিলের প্রেসিডেন্ট তান শ্রী আবাং ইস্কান্দার আবং হাশিমের নেতৃত্বে তিন বিচারকের একটি প্যানেল সর্বসম্মত সিদ্ধান্তে ৪৭ বছর বয়সী সুহাইমি আলিয়াসের বিরুদ্ধে আপিল আদালত কর্তৃক নিশ্চিত হওয়া ৩০ বছর কারাদন্ডের পাশাপাশি ১০ টি বেত্রাঘাতের সাজা বহাল রাখেন।

আবং ইস্কান্দার ফেডারেল কোর্টের বিচারক দাতুক সেরি হাসনাহ মোহাম্মদ হাশিম এবং দাতুক আব্দুল করিম আব্দুল জলিলের সাথে একসাথে বসে আপিলকারীকে (সুহাইমি) তার গ্রেপ্তারের তারিখ ১৬ মার্চ ২০১৪ থেকে শুরু করে কারাগারের সাজা ভোগ করার আদেশ দেন।

তবে আপিলের কোনো সুযোগ নেই দেখে বিচারক আবং ইস্কান্দার দোষী সাব্যস্ত করার জন্য আপিলকারীর চূড়ান্ত আপিল খারিজ করে দেন।

২০১৪ সালের ১৬ মার্চ ভের ৪ টায় সেলাঙ্গরের জালান মেরু ক্লাং-এর একটি মিনি সুপারমার্কেটে ৫০,০০০ রিংগিত মুক্তিপণ দাবি করে মোঃ গোলাম ফারুক, মোহাম্মদ রফিক এবং সজিব কে অপহরণ করে।