নরসিংদীর শিবপুর উপজেলার হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১১ ফেব্রয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একরামুল হক চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি জুনায়েদুল হক জুনু।
সহকারী শিক্ষক মাসুদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী , শিবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল কাদের, হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও গর্ভনিং বডির সদস্য গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন আলম মিয়া সহ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা বাজার/ জে আই