চট্টগ্রামে ২৬টি চোরাই মোবাইল সেট সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম)। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর- পশ্চিম) পুলিশের পরিদর্শক মনির হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশের ৪১নং টিম সিএমপি’র খুলশী থানাধীন খুলশী টাউন সেন্টার ৩য় তলার ৩৬৬ নং মোজেল নামীয় মোবাইল দোকানের সামনে হতে ২৬টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সেট সহ যুবরাজ ইয়াসিন(২৪) নামে একজনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতার যুবরাজ ইয়াসিন হাটহাজারি থানার মাঝির পাড়া এলাকার জাহাঙ্গীর আলম ও মমতাজ বেগমের ছেলে। মোবাইলগুলো সংক্রান্তে আসামী কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। তদন্তে বেশ কিছু মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়।

গ্রেফতার যুবরাজ চোরাই মোবাইলগুলো কম দামে অজ্ঞাত উৎস থেকে সংগ্রহ করে চট্টগ্রামে বেশি দামে বিক্রি করে থাকে বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়েছে। মামলা নং- ০৭, তারিখ – ০৭/০২/২০২৪ ধারা- পেনাল কোড ৪১৩ রুজু করা হয় ।

বার্তা বাজার/ জে আই