মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ৬ ম্যাচের মধ্যে টানা ৫টিতেই হেরেছে দুর্দান্ত ঢাকা। একটি ম্যাচ জয়। আবার সেই জয় পাওয়া ম্যাচটি দিয়েই এবারের বিপিএল শুরু করেছিলো ঢাকা। কিন্তু টানা ৫ পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে দলটি।

এ কারণেই হয়তো সপ্তম ম্যাচে এসে মোসাদ্দেকের পরিবর্তে দুর্দান্ত ঢাকার নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সহকারী অধিনায়ক তাসকিন আহমেদের ঘাড়ে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মোহামাদ মিঠুনের সঙ্গে টস করতে নামলেন তাসকিন।

ভাগ্য পরিক্ষায় জয় হলো সিলেট অধিনায়ক মোহামাদ মিঠুনের। টস জিতে তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদকে।

ঢাকার মত সিলেট স্ট্রাইকার্সের অবস্থাও তথৈবচ। ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এছাড়া মোট ৬টি ম্যাচে পরাজিত মোহামাদ মিঠুনের দল।

আজঢাকার বিপক্ষে তাদের দ্বিতীয় জয় পাওয়ার মিশন। পারবে কী সিলেট? কিংবা তাসকিন পারবেন কী অধিনায়কত্বের অভিষেকে জয় তুলে নিতে?

দুর্দান্ত ঢাকা
মোহাম্মাদ নাঈম, সাব্বির হোসেন, সাইম আইয়ুব, লাসিথ ক্রসপুল্লে, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), সাইফ হাসান, আরাফাত সানি, উসমান কাদির, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম।

সিলেট স্ট্রাইকার্স
নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার/অধিনায়ক), রায়ান বার্ল, আরিফুল হক, বেনি হাওয়েল, নায়েম হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।

বার্তা বাজার/জে আই