বগুড়ায় ১০ দিন ব্যাপি শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা । বিসিক উদ্যোক্তা মেলা যেন মিলনমেলায় পরিণত হয়েছে। নারীদের স্বাবলম্বী করতে এই মেলার আয়োজন।

মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বাহারি পণ্যর দোকান বসেছে। নিজের তৈরি জিনিস ও খাবার সবার মাঝে ছড়িয়ে দিতেই মেলায় অংশ নিয়েছেন নারী উদ্যোক্তরা।

এই মেলায় দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনছেন আবার কেউ এসেছেন ঘুরতে। ছোট থেকে বড় সবাই বলছেন মেলায় এসে কেনাকাটা ঘুরাঘুরি এক সাথে করছেন।

শিবগঞ্জ থেকে ঘুরতে এসে মিথিলা জানান, মেলায় ঘুরতে এসে ভালো লাগছে। এবারই প্রথম এসেছি মেলায় আমি আর বান্ধবী। ঘুরাঘুরি শেষে নিজের প্রয়োজন মতো কেনাকাটা করে বাড়ি ফিড়বো।

বগুড়ায় আয়োজিত এবারের বিসিক উদ্যোক্তা মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে ৩০টি স্টল সাজিয়েছেন নারী উদ্যোক্তারা।

নারী উদ্যোক্তা স্বর্ণা বলেন, আমি পাট পণ্য নিয়ে কাজ করি। পাটের ব্যবহার সবার মাঝে ছড়িয়ে দিতেই এই মেলায় অংশ নিয়েছি। আমার এই স্টলে পাচ্ছেন পাটের সকল পণ্য যেমন, বাজার করার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ,ওয়ালম্যাট, পাখির বাসা, জুতাসহ বিভিন্ন ধরনের জিনিস ।

বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তারা বাঁশ, বেত, কাঠ ও পাটের তৈরি বিভিন্ন শোপিস, নিত্যব্যবহার্য তৈজসপত্র সাজিয়ে বসিয়েছেন তাঁদের স্টলে।

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রতিদিন সন্ধ্যার পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বার্তা বাজার/জে আই