চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) ভোরে নগরীর কোতোয়ালী থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করার কথা জানান কোতোয়ালি থানার ওসি এম ওবায়দুল হক।
তিনি জানান, গ্রেফতার চারজন ছিনতাই ও ডাকাতি সহ নানান অপকর্মের সাথে জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। মঙ্গলবার ভোরে তারা নগরীর রেল স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো টিপছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, আনোয়ারা থানার হাইলধর গ্রামের বিপ্লব বৈদ্যের ছেলে জয় ওরফে কালাইয়া (২৩), বাগেরহাট জেলার ফকিরহাট থানার মৌভোগ গ্রামের মৃত ফারুকের ছেলে মোঃ মেহেরাজ মিয়া (১৯), চাঁদপুর জেলার সদর থানার কুড়িবাগান গ্রামের দেলোয়ার ওরফে রাসেলের ছেলে মোঃ কাউছার (২৪) এবং কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মোঃ আবদুল কুদ্দুসের ছেলে মোঃ শরীফ (২০)।
গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
বার্তা বাজার/জে আই