মরসিংদীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নরসিংদী বইমেলা বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রয়ারি) নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী সদর উপজেলা কর্মকর্তা, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূঁইয়া, ভাই গিরিশচন্দ্র গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা শাহিনুর মিয়া, আজকের খোঁজ খবর সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, স্কলাস্টিকা মডেল কলেজ নরসিংদীর অধ্যক্ষ আহমাদুর রহমান, নরসিংদী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবদুল মোমেন, বিজ্ঞান গবেষক সাইফুল ইসলামসহ সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই