মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, বিষয়টি এমন নয় যে, নির্বাচন শেষ হয়ে গেছে আর সূর্য ডুবে গেছে। এসময় বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের নীতি থেকে সরেনি বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেইসাথে, ডক্টর মুহাম্মদ ইউনূসকে ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে জানানো হয়েছে উদ্বেগ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে একাধিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপ প্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল। তিনি বলেন, ঘোষিত ভিসানীতির কোন পরিবর্তন হয়নি। বিষয়টি এমন নয় যে, নির্বাচন শেষ হয়ে গেছে আর সূর্য ডুবে গেছে। তবে, এবিষয়ে নতুন কোন হালনাগাদ তথ্য নেই বলেও জানান ভেদান্ত। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে ভয়ভীতি দেখাতে শ্রম আইনের অপব্যবহারের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি।

ভেদান্ত জানান, এবিষয়ে যুক্তরাষ্ট্রও সমভাবে উদ্বিগ্ন। ড. ইউনূসের বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখবে বলে আশাবাদ জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র।

বার্তা বাজার/জে আই