আসন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ বেল্লাল হোসেন মৃধার সমর্থনে জনসাধারণদের নিয়ে উঠান বৈঠক বৈঠক হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাতটায় বিসিক শিল্প এলাকার মাঝগ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।মাঝগ্রাম এলাকার বয়োবৃদ্ধ খালেক তালুকদারের সভাপতিত্বে ও মশিউর রহমান সাদ্দাম মৃধার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা। এসময় বেল্লাল মৃধার সমর্থনে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় কাউন্সিলর প্রার্থী মোঃ বেল্লাল হোসেন মৃধা বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের সুখে দুখে আগে যেরকম পাশে ছিলাম তেমনি পাশে থেকে সর্বোচ্চ সেবা করে যাবো। আপনারা জানেন সারা পৌর শহরের ময়লা আবর্জনা আমাদের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে রাখে পৌর কর্তৃপক্ষ। যাতে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের। কেন সব ময়লা আবর্জনা ফেলা হয় সে বিষয়ে আমাদের বর্তমান কাউন্সিলর কোন প্রতিবাদই করছে না। তিনি আরো বলেন, পৌরসভার সব জায়গায় উন্নয়ন হলেও ৯ নং ওয়ার্ড কেন অবহেলিত হবে। তাই আগামী ৯ মার্চ পৌর নির্বাচনে আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে। আপানাদের সকল সমস্যা দূর করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সালাম মাষ্টার, সোবাহান মৃধা, হারুন হাওলাদার, মনির তালুকদার, হাকিম হাওলাদার, মোতালেব আকন, জলিল হাওলাদার, কাওসার তালুকদার, লালমিয়া খন্দকারসহ আরো অনেকে।