নওগাঁর ধামইরহাট উপজেলার ঘুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর আওতায় এলজিইডির টেইসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।

খাল খনন হওয়ায় উপকৃত হবেন এলাকার হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। ছয় কিলোমিটার খাল পুনঃ খনন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৭৫ লাখ ৩০ হাজার ৯৯ টাকা। এদিকে খাল পুনঃখনন কাজ শুরু হওয়ার এলাকার হাজারো কৃষকের মাঝে সোনালী স্বপ্ন দোলা দিচ্ছে।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট বাজার ফুটবল মাঠের পার্শে ঘুকসী খালের নিকট শ্বশানঘাটে এ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন উপজেলা
চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

খালের পশ্চিম পাড়ের আদিবাসী পল্লী ঢেপুপাড়ার কৃষাণী ববিতা উড়াও বলেন, খাল পুনঃখনন করায় ফলে খালে পর্যাপ্ত পানি জমবে। সেই পানিতে পাতি ও রাজহাঁস পালন করবো। এতে তিনি আর্থিকভাবে উপকৃত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, সহকারি প্রকৌশলী এলজিইডি নওগাঁ মো. আব্দুল বারী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ,
উপজেলা বনবিট কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপসহকারি প্রকৌশলী মো.আক্তারুজ্জামান, এটিএম জমনুল উল হক, ঘুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায়
সমিতি লিমিটেডের সভাপতি পৌর কাউন্সিলর মো.আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, সাবেক সংরক্ষিত কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস কবিতা, পৌর
কাউন্সিলর আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো.সেলিম মাহমুদ রাজু প্রমুখ।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো.সুমন মাহমুদ বলেন, ঘুকসী খাল ভারত সীমান্ত থেকে বের হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এ খালের দৈর্ঘ প্রায় সাড়ে ১২ কিলোমিটার। এর মধ্যে এবার ৬ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। খাল পুনঃখননের ফলে ওই এলাকার কৃষির প্রসার ঘটিয়ে, মৎস্যচাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এতে করে সমিতির সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন হবে।

বার্তাবাজার/এম আই