নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী স্বামী-সন্তান নিয়ে জরাজীর্ণ একটি মাটির ঘরে মানবেতর জীবনযাপন করা সেই রেবা বেগমের পরিবারকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র দিলেন ইউএনও সালমা আক্তার।

আজকে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিয়াঘাট ইউনিয়নের চিকুরমোড় গ্রামে বসবাসরত অসহায় এই পরিবারকে দেখতে গিয়ে তিনি এই সাহায্য তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল হান্নান মন্ডল।

গত (২৯ জানুয়ারি) ঝুঁকিপূর্ণ ঘরে রেবার সংসার: প্রতিদিন মৃত্যুর ভয়ে দিনযাপন এই শিরোনামে “বার্তা বাজার” অনলাইনে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি নজরে আসে ইউএনও সালমা আক্তারের। তিনি তৎক্ষণাৎ সেই পরিবারের খোঁজ নেন। মঙ্গলবার বিকালে তিনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে সাথে নিয়ে সেই পরিবারের নিকট যান। সেখানে রেবার বেগমের সাথে কথা বলেন। পরে তিনি সেই অসহায় রেবার হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেন। পরবর্তীতে সেই পরিবারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বার্তাবাজার/এম আই