চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি জানান খুলশী থানার ওসি মোঃ নেয়ামত উল্লাহ।
তিনি বলেন, ২০২১ সালের একটি মাদক মামলায় আবদুল জব্বার (২৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। আদালতের রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে নগরীর পাহাড়তলী গ্রিনভিউ আবাসিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বার্তা বাজার/ জে আই