প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হুইপদের তাদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, হুইপগণ সংসদে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হুইপদের সংসদে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কাজ করার নির্দেশ দেন।

হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফি বিন মুর্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল এসময় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই