কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হাসির ফেরিওয়ালা’র উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত পরিবার এবং ভাসমান মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সদর, নয়াকান্দি, কোম্পানীগঞ্জ বাজার, বাখরনগর, ভুবনঘর, যাত্রাপুর, টনকী, চাপিতলা বাজার, মোচাগড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক ব্যাক্তি ও পরিবারের সদস্যদের মাঝে এই
শীতবস্ত্র বিতরণ করে সংগঠনের সদস্যরা।
জানা যায়, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে মুরাদনগর উপজেলার কিছু তরুন যুবক নিয়ে ২০২০ সালে হাসির ফেরিওয়ালা সংগঠনটি প্রতিষ্ঠা করেন সাংবাদিক মো নাজিম উদ্দিন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা, অসহায়দের চিকিৎসার জন্য অর্থ প্রদান, বিয়েতে সহায়তা, ঈদ উপহার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এই হাড় কাপানো শীতে সংগঠনের সদস্যদের সম্মিলিত অর্থায়নে শতাধিক দরিদ্র ব্যাক্তি ও পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মাহফুজুর রহমান রুবেল, সাজ্জাদ হোসেন শিমুল, মেহেদী হাসান শুভ, আনিসুর রহমান প্রমুখ।
বার্তা বাজার/জে আই