গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ৬ মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, এদিন রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা এসব মামলায় আদালতে গয়েশ্বরের আগাম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এটিকে কেন্দ্র করে নাশকতা এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন আদালত। আগামী ২৫ মার্চ পর্যন্ত তার জামিনও বহাল থাকবে।

বার্তা বাজার/জে আই