নওগাঁ সদর উপজেলার সাহাপুর গ্রামের একটি বসতবাড়িতে গভীর রাতে তান্ডব চালিয়েছে মোহাম্মদ পাপ্পু নামে একব্যক্তির ভাড়াটিয়া বাহিনী।
শনিবার দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নওগাঁ মডেল সদর থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোঃ আবদুস সাত্তার জানান, শনিবার দিবাগত রাতে পাপু নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। অকথ্য ভাষায় গালাগালি করে। আমার বাসা বিদ্যুতের মিটার ভেঙ্গে ফেলেছে। অস্ত্র দিয়ে দরজা ভাঙ্গা চেষ্টা করেছে। আমাদের হতার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ইট পাটকেল মেরেছে। পরে সেগুলো আমাদের গায়ে না লেগে আমাদের জানালা লেগে জানালা ভেঙ্গে ফেলেছে। পরে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিতে নাইলে আমাদের জানে মেরে ফেলবে। আমরা তারপরে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ এনে তারপরে ঘর থেকে বের হয়েছি। আমি আমার দুই ছেলের বউ নিয়ে একা বাসায় বসবাস করি। আমি এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার দাবি করি।
এ ব্যাপারে পাপুর সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গিয়েছে।
নওগাঁ সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এম আই