ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি।

রবিবার উপজেলার খাদলা সীমান্তবর্তী এলাকার বসবাসকারী দরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি,র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এম জাবের বিন জব্বার প্রধান অতিথি থেকে তাদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, খাদলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সৈয়দ আলমগীর হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মেজর এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি সদস্যরা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে মানবতার কাজে হাত বেড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় মানবতার কাজ হিসেবে প্রতিবছর অসহায় গরীর শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। প্রতিবছর মত এবারও আমরা শীতার্ত মানুষের কষ্ট কিছু হলো দূর করার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম আই