ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিবৃতি জনমতের প্রতিফলন, এ কারণেই বিএনপির বক্তব্যের সঙ্গে তাদের বিবৃতি মিলে গেছে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচন নিয়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গণতান্ত্রিক বিশ্ব জনগণের পক্ষে কথা বলছে। টিআইবিসহ যারা দেশের গণতন্ত্র ও জনগণের পক্ষে কথা বলবে তাদের সবাইকেই স্বাগত জানায় বিএনপি।’
তার দাবি, ‘সমৃদ্ধ বাংলাদেশকে আজ ফোঁকলা করে দেয়া হচ্ছে। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াই চলছে। যতদ্রুত সম্ভব গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেই ঘররে ফিরবে। এটাই শপথ।’
বার্তা বাজার/জে আই