শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ (বুধবার) সকাল ১১টায় শহরের হেমসাগর লেনে মহানায়িকার স্মৃতি বিজড়িত পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক কর্মীরা।
এ সময় তার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সহ-সভাপতি ফরিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহার।
বক্তারা বলেন, দখলদারদের কাছ থেকে বাড়িটি উদ্ধার হয়েছে ২০১৪ সালে। কিন্তু আজ অবধি বাড়িটি ঘিরে স্মৃতি সংগ্রহশালা বা আর্কাইভ করার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বাড়িটি ঘিরে সরকারিভাবে উন্নয়ন প্রকল্প থাকলেও তার অগ্রগতি নেই। অতি দ্রুত সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করে তার স্মরণে স্মৃতি সংগ্রহশালা করার দাবি জানান বক্তারা। তা না হলে নতুন করে আন্দোলনের হুশিয়ারি করেন তারা।
বার্তাবাজার/এম আই