পাবনায় নির্বাচন পরবর্তী কয়েকটি হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আজ সকালে পাবনার চাটমোহর উপজেলার পৈলানপুর, ছাইকোলা, লাঙলমোড়া ও চরনবীন গ্রামে অন্তত ৫ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় নৌকার সমর্করা। এছাড়া একই উপজেলার ফৈলজানা পবাখালী গ্রামে নৌকার সমর্থকদের মারধরে আহত হয় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক। এর মধ্যে সালাউদ্দিন ও রুহুল আমিন নামের দুইজনকে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, পাবনা-১ আসনের বেড়া উপজেলার সানিলা এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা ভাঙচুর করে নৌকার সমর্থকরা। এতে ৪ জন আহত হয়।
বার্তাবাজার/এম আই