পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের টেকের খাল নামক এলাকা থেকে ফাঁদ পেতে মারা একটি মৃত হরিণ ও ছয় বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার (৩ জানুয়ারি) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, বুধবার বেলা তিনটার দিকে পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতায় টেকের খাল নামক এলাকায় নিয়মিত টহল চলাকালে একটি মৃত হরিণ ও ছয়টি বস্তায় শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে।

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

বার্তা বাজার/জে আই