মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন মাগুরার সেবা করার জন্য। আমি চাই আপনাদের সেবা করতে। এজন্য আপনাদেরকে নৌকায় ভোট দিতে হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ মাঠে নির্বাচনী সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
সাকিব আল হাসান আরো বলেন, ৭ই জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন আপনারা। বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই।আমি যদি জয়ী হতে পারি তখন আপনাদের মাঝে অনেক আসবো তখন আর সেলফি তুলতে এত সিরিয়াল দিতে হবে না, তুলতে তুলতে আপনারাই ক্লান্ত হয়ে পরবেন।
এখন আপনাদের যে দায়িত্ব আপনারা সবাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিবেন, আমাকে জয়যুক্ত করবেন,আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন,নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন।
দারিয়াপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস বাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শিহাবের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এম আই