কলাকাতায় বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স এর উদ্যোগে ৫ম চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে সন্মাননা পেয়েছেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান।
বুধবার(২৫মে)সন্ধ্যা ৬ টায় কলকাতা অভিজাত প্রেক্ষাগৃহ ICCR এর সত্যজিৎ রায় মঞ্চে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মহিব।
এসময় ৮ম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল এর পুরস্কৃত পরিচালক অভিনেতা ও প্রযোজককে পুরস্কার প্রদান করা হয়।এবং বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী নায়ক রাজ রাজ্জাক এর নামাঙ্কিত পুরস্কারও প্রদান করা হয়।
পরে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এমপি মহিববুর রহমান কে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
এর আগে এ পুরস্কার গ্রহন করেছিলেন বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নায়ক, আলমগীর , অভিনেত্রী কাবোরী,অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এ বছরও এই পুরস্কার গ্রহণ করেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি ও নায়িকা মৌসুমী।
বার্তা বাজার/জে আই