সেরা মুসক ভ্যাট প্রদানে খুলনা বিভাগের শ্রেষ্ট হলেন সাতক্ষীরার কৃতি সন্তান তুবা পাইপ এন্ড ফিটিংস এর স্বত্বাধিকারীরা মীর শাহিন হোসেন। এ উপলক্ষে (২৬ ডিসেম্বর) মঙ্গলবার খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে মীর শাহিন হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর আপিল অঞ্চল খুলনার কর কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম।

উক্ত অনুষ্টানে প্রতি বছরের ন্যায় জাতীয় রাজস্ব বোর্ড এর তত্বাবধানে কর অঞ্চল খুলনা কর্তৃক ২০২২-২০২৩ কর বর্ষে খুলনা সিটি করপোরেশন ও খুলনা বিভাগীয় ১০টি জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদান ও ৪০ বছরের নিচে আয়কর প্রদানে সেরা উদ্যোক্তার বিশেষ সম্মানে মীর শাহিন হোসেন কে বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।

উল্লেখ্য গত ২০২১-২২ অর্থ বছরে গত ১০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে জাতীয় রাজস্ব বোর্ড মুসক (ভ্যাট) অনুবিভাগ মীর শাহিন হোসেন কে খুলনা বিভাগের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী হিসেবে সেরা সম্মাননা পত্র দেন। এদিকে ২৬ ডিসেম্বর কর অঞ্চল খুলনা কর্তৃক ২০২২-২৩ অর্থ বছরে সাতক্ষীরা তথা খুলনা বিভাগের তরুন করদাতা হিসেবে বিশেষ সম্মাননা সহ শ্রেষ্ঠ নির্বাচিত করেন।

এ বিষয়ে তরুন উদ্যোক্তা মীর শাহিন হোসেন অনুভূতি প্রকাশ করে জানান, দেশের ক্রান্তি লগ্নে আর্থসামাজিক উন্নয়নে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তরুন উদ্যোক্তার যে সম্মাননা পেয়েছি তা ধরে রাখা সহ আগামীতে জেলা বা বিভাগ নয় দেশের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় সেরার সেরাটা অর্জনই আমার লক্ষ্য।

বার্তাবাজার/জে আই