বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় বিজয় দিবস উপলক্ষে শুরু হয় কুচকাওয়াজ।সীমন্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ এই কুচকাওয়াজে অংশ নেন। সামরিক নিয়মে এক কমান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মান জানান নিজ নিজ দেশের জাতীয় পতাকাকে। এসময় চৌকস গার্ডদল স্বশস্ত্র সালাম ও ভিওগলে সুর বাজান। সীমান্তের দুই অংশে শত শত দর্শনার্থী জাতীয় পতাকাকে সম্মান দেখান, সেখানে উপস্থিত থেকে। এসময় তারা করতালির মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ দলকে অভিনন্দন জানান।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দিনটিকে স্মরণীয় করে রাখতে একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়েছেন।

এ সময় যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, ৬০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল জনাব মো. আশিক হাসান উল্লাহ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪২ ব্যাটালিয়ন অ্যাক্টিং কমান্ডার কে এস নেগি সহ দু দেশের উর্ধ্বতন কর্মকতারা।

এ সময় কর্ণেল মো: শরিফুল ইসলাম মেরাজ উপস্থিত সাংবাদিকদের বলেন,বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি। আমরা নিয়মিত এই দুই বাহিনী একসাথে বসি, আলোচনা করি কি ভাবে সীমান্ত সুরক্ষিত রাখতে পারি। ভবিষ্যতেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪২ ব্যাটালিয়ন অ্যাক্টিং কমান্ডার কে এস নেগি বলেন, আমাদের পারস্পরিক সম্পর্ক সব সময় ভালো থাকবে।

বার্তা বাজার/জে আই