কুমিল্লার মুরাদনগরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহমেদ, বক্তব্য প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন (ভিপি), সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, গোলাম কিবরিয়া খোকন, ইঞ্জিনিয়ার শওকত আহাম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকগণ।

আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন।

বার্তা বাজার/জে আই