ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন ইউএনও রাবেয়া আক্তার যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি আখাউড়া আসেন। এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। যোগদান করার পর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে সারাদেশে ইউএনও বদলী প্রক্রিয়ায় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমাকে রাউজান উপজেলা বদলী করা হয়। রাবেয়া আক্তারকে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

ইউএনও (ইউএনও) রাবেয়া আক্তার বিসিএস (এডমিন) ৩৪ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ করেছেন। আখাউড়ায় যোগদানের আগে তিনি কুমিল্লার মেঘনা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন (ইউএনও) রাবেয়া আক্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছিলেন।

বার্তাবাজার/এম আই