জাতীয় ভাবে ১২ ডিসেম্বর ২০২৩ইং ৬মাস থেকে ৫বছরের সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোকে সফল করার লক্ষে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে শনিবার দুপুরে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ বছর মুরাদনগর উপজেলায় ৬মাস থেকে ৫বছরের ৯৩হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬মাস থেকে ১বছরের ১০হাজার ৫০০শত শিশুকে একটি করে নীল ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১বছর হতে ৫বছরের ৮২হাজার ৫০০শত শিশুকে একটি করে ভিটামিন এ লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
সারা দেশের ন্যায় মুরাদনগর উপজেলায়ও ১২ ডিসেম্বর সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ৫২৯টি কেন্দ্রে ৬মাস হতে ৫বছরের শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এনামুল হক বলেন সারা দেশের ন্যাস মুরাদনগরেও শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বার্তা বাজার/জে আই