জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে কালাই উপজেলার শিকটা গ্রামে এ দুঘটনা ঘটে নিহত বৃদ্ধা সৈয়দ আলী কালাই উপজেলার শিকটা গ্রামের মৃত্যু মোতারাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সৈয়দ আলীর স্ত্রী মৃত্যুর পর তিনি একাই এক বাড়িতে বসবাস করতেন। শুক্রবার ভোরে তার ছেলে খোজ নিতে এসে তার বাবার ঘরের দরজা খোলা দেখতে পান।
তখন তিনি ভেতরে ঢোকে তার বাবার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন, সে সময় এলাকাবাসী ছুটে এসে পুলিশকে খবর দিলে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তবে তদন্ত শেষে আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ ঘটনায় নিহতের দুই ছেলে ও তাদের স্ত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
বার্তাবাজার/এম আই