হজ যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রা শুরু করেছে ইকরা হজ কাফেলা। নতুন এ কাফেলার অফিস উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে পৌর শহরের সড়ক বাজারে উৎসব কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা হজ কাফেলার উপদেষ্ঠা মাওলানা কাজী মাঈনুদ্দিন। দোয়া মাহফিলে মসজিদের ইমাম, আলেম—ওলামা, মাদ্রাসার শিক্ষকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুফতি আসয়াদুজ্জামান, মুফতি মফিজুর রহমান আসাদী, মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা আবু আব্দুল্লাহ, হজ কাফেলার পরিচালক মুফতি মোঃ ইব্রাহীম হোসাইন, মাওলানা রাসেল মোল্লা, হাজী আবুল ফায়েজ প্রমুখ।
নতুন হজ কাফেলার সাফল্য কামনা করেন বক্তারা বলেন, ব্যবসার উদ্দেশ্যে নয়, সেবার নিয়তে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান। সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। কেউ যেন হয়রানি না হয়। কথা এবং কাজে যেন মিল থাকে। তাহলে ছওয়াবের পাশাপাশি ব্যবসাও হবে।পরে মিলাদ ও দোয়া পাঠ করা হয়।
হজ কাফেলার পরিচালক মুফতি ইব্রাহীম হোসাইন বলেন, আমরা মূলত সেবা ও ছওয়াবের নিয়তে হজ কাফেলা খুলেছি। মানুষকে সুষ্ঠুভাবে হজ পালনে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। আমাদের মুয়াল্লীম গাইড দিয়ে হজ যাত্রীদের মক্কা—মদিনায় নিয়ে যাবে এবং যাবতীয় কার্যক্রমে সহযোগিতা করবে। তিনি বলেন, প্রতি মাসের আমাদের ফ্লাইট থাকে। অফিস উদ্বোধন উপলক্ষে বিশেষ প্যাকেজ বুকিং চলছে। কলেজ রোডে রংধনু আবাসিক এলাকায় ইকরা হজ কাফেলার অফিসে বিস্তারিত তথ্য জানার অনুরোধ করেন তিনি।
বার্তা বাজার/জে আই