দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৫ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলম সাজু , সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আনসারী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ মিয়া, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সৈয়দ তানবীর হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদুর রহমান, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, জাপানপ্রবাসী আবু শামিম মোহাম্মদ পিয়ার ও মো. জালাল।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি সরাইল উপজেলার নয়টি এবং আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে বর্তমানে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২। এর মধ্যে সরাইলে ২ লাখ ৬৬ হাজার ৬০৫ ভোট। আশুগঞ্জে ১ লাখ ৪৩ হাজার ৪৬৭ ভোট।

বার্তাবাজার/এম আই