মাগুরা জেলা আওয়ামী ওলামা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে কর্মী সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি ডঃ কে. এম আঃ মমিন সিরাজী, অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আল্লামা আলহাজ্ব আমিনুল হক।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী এস এম ফরিদ-উজ-জামান এর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুর নূর এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন আনোয়ার, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে মাওলানা মোঃ শাহাদাৎ হোসেনকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সন্তান হাফেজ ক্বারী মোঃ আমজাদ হুসাইনকে সদস্য সচিব ঘোষণা করে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এম আই