আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কথা বলেন।’

রাতেও আদালত বসছে- বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন মন্তব্যে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এ সময় আইনমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নিবে।’

আইনমন্ত্রী সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে নামেন। এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

বার্তা বাজার/জে আই