রাজধানীর কাফরুল এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আরাফাত হাসান কাউছার, মোঃ মোবারক হাওলাদার ও রেহেনা বেগম।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩ সূর্যের হাসি ক্লিনিকের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার (১৫ অক্টোবর) রাতে কাফরুল থানার সাব-ইন্সপেক্টর বিএম সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদককারবারীরা পুলিশকে দেখতে পেয়ে সঙ্গে থাকা বক্সসহ পালানোর চেষ্টা করে। তার নেতৃত্বে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদককারবারীদের নামে কাফরুল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জানা যায়, কাফরুল থানার সাব-ইন্সপেক্টর বি এম সাদ্দাম হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান, এএসআই মোঃ শাহাদৎ হোসেন, এএসআই ফৈরদাউস, নারী কনস্টবল রেক্সনা খাতুন অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আরাফাতের বিরুদ্ধে ইতোপূর্বে ডিএমপির কদমতলী ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এবং রেহেনার বিরুদ্ধে ডিএমপির লালবাগ থানায় মামলা রুজু আছে।