নাটোর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি এবং নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ৪০ জন সদস্য ভোট প্রদান করেন।

ভোট গ্রহণ শেষে দুপুরে নাটোর প্রেসক্লাব ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শামিমা আক্তার জাহান।

নির্বাচনে সভাপতি পদে বাসসের নাটোর প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন ২৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাটোর প্রতিনিধি বাপ্পী লাহেড়ী ১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সিনিয়র প্রতিনিধি নাজমুল হাসান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ১৭ ভোট পান।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে খবরপত্রের সাংবাদিক এনামুর রহমান চিনু, সহসভাপতি পদে যুগান্তরের সাংবাদিক শহীদুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসএটিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ পদে গাজী টেলিভিশনের সাংবাদিক কামরুজ্জামান দেলোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেয়ার বিজের তাপস কুমার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নয়া শতাব্দীর সাংবাদিক এম এম আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে উত্তর কণ্ঠের মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য পদে জনদেশের এবিএম মোস্তফা খোকন, দুরন্ত সংবাদের আব্দুস শাকুর মধু, দীপ্ত টিভির সাহেদুল আলম রোকন এবং ঢাকা প্রতিদিনের গোলাম গাউস নির্বাচিত হয়েছেন।

বার্তাবাজার/এম আই