দাঙ্গা নয় শান্তি চাই এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঙ্গা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্কাউটের আয়োজনে শনিবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো শাহগীর আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, ।আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, সহকারি কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে উপজেলার ৪৯ টি প্রাথমিক বিদ্যালয় ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসা ছাড়াও এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে সম্মৃদ্ধ হলেও গোষ্টীগত দাঙ্গার কারনে জেলার ঐতিহ্য অনেকটা ম্ল্যান হয়ে গেছে। শিশুদের আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে ও দাঙ্গা বিরোধী মনোভাব জাগিয়ে তোলার জন্য আজকের এ আয়োজন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্রাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এম আই