ধার্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংগত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসন উদ্যোগে সামজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সামজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার জমশেদ শাহ, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন,মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক চৌধুরী, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফী,যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু।

এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে আখাউড়াকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। সকল ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করতে ও সম্প্রীতি বজায় রাখতে পারে, কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে উষ্কানি মূলক পোস্ট বা উষ্কানি মূলক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

আর আগে উপজেলা মডেল মসজিদের সামনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ স্কাউট আখাউড়া শাখার উদ্যোগে দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে অতিথিরা সামজিক ও পারিবারিক ভাবে দাঙ্গা প্রতিরোধ করতে স্কুল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বার্তা বাজার/জে আই