নীলফামারীর ডিমলায় পাঁচশত গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুর রব (৩৫) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ অক্টোবর) মাদকদ্রব্য অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক মোহাম্মদ শরীফ উদ্দিন এ তথ্য জানান।

আটককৃত মোঃ আব্দুর রব ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়ার মোঃ জহির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টায় গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ বালাপাড়ায় আসামির নিজের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর নীলফামারীর একটি আভিযানিক দল। সে সময় তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো গাঁজার ১৪টি পুড়িয়া এবং শুকনো গাঁজা (পাঁচশত গ্রাম) জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন আটক আব্দুর রব। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিমলা থানায় মাদক মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রব দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

বার্তাবাজার/এম আই